Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়
বিস্তারিত

সমৃদ্ধ ও ঐতিহ্যে ভরপুর রাঙ্গার রঙ্গে ঘেরা রাঙ্গামাটির প্রবেশ পথ “রাঙ্গামাটি তোড়ন” ঘেষে প্রাকৃতি সৌন্দর্যে এক অনন্য ইউনিয়ন “১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ”।১৯৭৮ সালে স্থাপিত এই ইউনিয়ন একাধিক সাফল্যের সাথে ২০০৫ সালে গ্রহণ করেছে “মডেল” ইউনিয়নের এক গর্বিত সফলতা।স্বাধীনতার পরপরই ১৯৭৫ সালে দেশের সর্ব বৃহৎ উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপিত হয় এই ইউনিয়নে, যেখানে ৯.২৫ বর্গ মাইল জুড়ে অত্র ইউনিয়নে বসবাস করে মুসলিম, মারমা, চাকমা, হিন্দু, ত্রিপুরা, বড়ুয়া সহ ২২,৩৩৪ জন বাসিন্দার ৩,০৬২টি পরিবার। অত্র ইউনিয়নে প্রতি বৎসর অনুষ্ঠিত হয় ঈদ, সাংগ্রাই, বিযু, বৈশাখ, মেলা, পূজার মত আনন্দঘন সব অনুষ্ঠান এবং সর্বস্থরের জনসাধারণ ভাগাভগি করে উপভোগে আন্দলিত হয় এক অন্যরকম অনুভূতি, যে অনুভুতির ছোঁয়ায় মিলন মেলার আবহ বাংলাদেশের বাইরেও ছড়িয়ে যায়।সব মিলিয়ে এই ইউনিয়নাধীন বেতবুনিয়া এক বৈচিত্রে ঘেরা প্রকৃতির লিলায় সমৃদ্ধপুর্ণ। অত্র ইউনিয়নের এ তথ্য বাতায়ন পোর্টালকে আরও তথ্যবহুল করার নিমিত্বে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। ইউনিয়নের প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত এই বাতায়নের মাধ্যমে মানুষের জীবন যাত্রা সহজ হতে সহজতর করা ও জনগনের দোড় গোড়ায় এতটুকু সেবায় উপকৃত হলে অত্র মডেল ইউনিয়নের উদ্দেশ্য সার্থক ও সফল হবে এবং সে সাথে সকলকে এই তথ্য বাতায়নে সুস্বাগতম।