Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

>>যাতায়ত ব্যবস্থা-

পাহাড়ী পরিবেশ ঘেষে অত্র ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায়  সব ধরণের যাতায়ত এখানে লক্ষ্য করা যায়। পাহাড়ী সরুপথ দিয়ে হেটেও মনোরম পরিবেশ অনুভব হয়। ঐদিকে বেতবুনিয়া ইউনিয়ন চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক বেতবুনিয়া ইউনিয়নের একপাশহতে শুরু হয়ে অপর পাশ ঘেষে চট্টগ্রাম হতে রাঙ্গামাটির দিকে যাতায়তের ব্যবস্থা থাকায় ইউনিয়নের স্বাধারণ মানুষ সহ বহিরাগতরাও পায় উন্নত যোগাযোগ ব্যাবস্থা। তাছাড়া উপগ্রহ ভূ কেন্দ্র ও পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল থাকায় যাতায়ত প্রায় সহজ থেকে সহজতর। বেতবুনিয়ার ইউনিয়নে পার্বত্য মন্ত্রণালয়, র্পাবত্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ তথ্য ইউনিয়ন পরিষদের ব্যাপক উন্নয়নের ফলে প্রত্যন্তঞ্ছল সহ  দুর্গম এলাকা সমূহেও বর্তমান যাতায়ত ব্যবস্থা অনেক সহজ। সিএনজি চালিত বেবিগুলো দুর্গম এলাকা সমূহের যাতায়ত প্রায় স্বচ্ছল করেছে।

যেভাবে বেতবুনিয়া ইউনিয়ন আসবেন-

চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে উপগ্রহ ভু কেন্দ্র কিংবা পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলস্থ ইউনিয়ন ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদে যে কোন গাড়ি যোগে খুব সহজে যোগাযোগ রক্ষা করা যাবে।