Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বেতবুনিয়া

ইউনিয়নের নাম: ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ

স্থাপিত: ১৯৭৮

চেয়ারম্যান-মো: সামশু দোহা চৌধুরী০৫ ইং

                               আয়তন: ৯.২৫বর্গমাইল                     

 

<<0)           ক নজরে সমগ্র বেতবুনিয়া_____(0>>>

 

[*]জেনে নিন বেতবুনিয়াকে ইউনিয়ন কে-

                 সমৃদ্ধ ও ঐতিহ্যে ভরপুর রাঙ্গার রঙ্গে ঘেরা রাঙ্গামাটির প্রবেশ পথ “রাঙ্গামাটি তোড়ন” ঘেষে প্রাকৃতি সৌন্দর্যে এক অনন্য ইউনিয়ন “১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ”। ১৯৭৮ সালে স্থাপিত এই ইউনিয়ন একাধিক সাফল্যের সাথে ২০০৫ সালে গ্রহণ করেছে “মডেল” ইউনিয়নের এক গর্বিত সফলতা। স্বাধীনতার পরপরই ১৯৭৫ সালে দেশের সর্ব বৃহৎ উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপিত হয় এই ইউনিয়নে, যেখানে ৯.২৫ বর্গ মাইল জুড়ে অত্র ইউনিয়নে বসবাস করে মুসলিম, মারমা, চাকমা, হিন্দু, ত্রিপুরা, বড়ুয়া সহ ২২,৩৩৪ জন বাসিন্দার ৩,০৬২টি পরিবার। অত্র ইউনিয়নে প্রতিবৎসর অনুষ্ঠিত হয় ঈদ, সাংগ্রাই, বিযু, বৈশাখ  মেলা ও পূজার মত আনন্দঘন সব অনুষ্ঠান এবং সর্বস্থরের জনসাধারণ ভাগাভগি করে উপভোগে আন্দলিত হয় এক অন্যরকম অনুভূতি, যে অনুভুতির ছোঁয়ায় মিলন মেলার আবহ বাংলাদেশের বাইরেও ছড়িয়ে যায়। সব মিলিয়ে এই ইউনিয়নাধীন বেতবুনিয়া এক বৈচিত্রে ঘেরা প্রকৃতির লিলায় সমৃদ্ধপুর্ণ। অত্র ইউনিয়নের এ তথ্য বাতায়ন পোর্টালকে আরও তথ্যবহুল করার নিমিত্বে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। ইউনিয়নের প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত এই বাতায়নের মাধ্যমে মানুষের জীবন যাত্রা সহজ হতে সহজতর করা ও জনগনের দোড় গোড়ায় এতটুকু সেবায় উপকৃত হলে অত্র মডেল ইউনিয়নের উদ্দেশ্য সার্থক ও সফল হবে এবং সে সাথে সকলকে এই তথ্য বাতায়নে সুস্বাগতম।

                                                                                                                                (**-../'')  -0)>>>----

 

ত্র ইউনিয়নের যে কোন তথ্য সর্ম্পূণ নির্ভূল ও স্বচ্ছ ভাবে পেতে নিচের তথ্য সমূহ লক্ষ্য করুন-

 

          ১)   ইউনিয়নের নাম: ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ

২)   স্থাপিত: ১৯৭৮

৩)  চেয়ারম্যান-মো: সামশু দোহা চৌধুরী

৪)   মডেল ইউনিয়ন স্বীকৃতি:২০০৫ ইং

৫)  আয়তন: ৯.২৫বর্গ মাইল

 

৬) লোক সংখ্যা: ২২,৩৩৪জন
ক. মুসলিম:১০,৭৭৫ জন
খ.মারমা: ৮,৬৮৬ জন
গ.চাকমা: ৭৮১ জন
ঘ.হিন্দু: ১,০৭২ জন
ঙ. ত্রিপুরা: ৭জন
চ. বড়ুয়া: ১,০১৩ জন

 

৭)  পরিবারসংখ্যা: ৩,০৬২টি

 

৮) জনবল কাঠামো

ক) সচিব :১জন (কবির আহমদ)

জাতীয় পরিচয় পত্র নং-1517069293151

খ) দফাদার-০১জন (সুইথুইঅং মারমা)

গ) মহল্যাদার- ০৯জন

ঘ) নৈশপ্রহরী-০১ জন

 

৯) প্রধানঅর্থকারীফসল: 

ক.  ধান, আদা, হলুদ, কাকরল, শশা, কাঠাল, কলা, কুল, লেবু, জামবুরা, আঁক ইত্যাদি।

            খ. গরু: ৮,৮৬৫টি
            গ. ছাগল: ১০,৬২১টি
            ঘ. দেশিমুরগি: ৮,৫৭৭টি
            ঙ.জ. হাঁস: ৫,১১৯টি
            চ. শুকুর: ৪,৪৮৬টি
            ছ. ব্রয়লারখামার:২৫টি
            জ. ডেইরীখামার: ১টি
            ঝ. ছাগলখামার: ৩টি

 

১০) 

 

১১) তথ্য ও সেবা কেন্দ্র: ১টি
ক. ইউনিয়ন তথ্য ওসেবা কেন্দ্র-UISC

খ. উদ্যোক্তা-

>> মো: তমিজ উদ্দিন

>> সালাহ উদ্দিন মাহমূদ আরিফ

 

১২) কৃষি সেবা কেন্দ্র: ১ টি

 

১৩) বেতবুনিয়া ইউপি কম্প্লেক্স ভবনে কর্মরত/ স্থাপিত দপ্তর সমূহ-
ক. প্রাথমিক শিক্ষা বিভাগ
খ. এল জি ই ডি বিভাগ
গ.কৃষি বিভাগ
ঘ. বিআরডিবি বিভাগ
ঙ. আনছারবিডিপিবিভাগ
চ. জনস্বাস্থ  প্রবৌশলীবিভাগ
ছ. সমাজ সেবা বিভাগ
জ. প্রাণিসম্পদবিভাগ

 

১৪) হেডম্যান: ২ জন

১৫) কার্বারী: ৩৪জন

১৬) দফাদার: ১ জন

১৭) চকিদার: ৯জন

১৮) ওয়ার্ড:৯ টি

 

১৯) মৌজা: ২ টি

ক. ৯৫নং(ক)বেতবুনিয়ামৌজা-অংসুইপ্রুচৌধুরী

খ. ৯৫কাশঁখালীমৌজা-তুষারকান্তিদেওয়াণ।

 

২০)ইউনিয়ন পরিষদের আওতাধীন ভাতা প্রাপ্ত সুবিধা ভোগী: ৫৫৪জন

ক. বিধবাভাতাসুবিধাভোগী:১৬০জন

            খ. বয়স্কভাতাসুবিধাভোগী: ৩৩৫জন

গ. মুক্তিযোদ্ধাভাতা: ৫জন
ঙ. প্রতিবন্ধিভাতা: ৩১জন
চ. শিক্ষাপ্রতিবন্ধিভাতা: ৩জন
ছ. মাতৃত্বকালভাতা: ২০জন

 

২১) ভিজিডিআওতাধীনসুবিধাভোগী: ২৮৭জন

২২) ভিজিএফ সুবিধাভোগী ঈদুল ফিতর ও ঈদুল আনযহা উপলক্ষ্যে-২১০০জন।

২২) পাকারাস্তা: ১৮কি:মি:

২৩) কাচাঁরাস্তা: ৫০কি: মি:

২৪) গ্রাম:৩৪টি  

২৫) বাজার: ১টি

 

২৬) তোড়ণ: ১টি
ক. রাঙ্গামাটিতোড়ণ

 

২৭) দর্শনীয় স্থান: ৩টি
ক. উপগ্রহভূ-কেন্দ্র

খ. পিএসটিএস

 

২৮) সিকিউরিটি ফোর্স

ক.আর্মি ক্যাম্প: ১টি
খ. আরপি চেকপোষ্ট

গ. পুলিশস্পেশালট্রেণিংস্কুল
ঘ. বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি

 

৩০) উচ্চবিদ্যালয়: 2টি
ক. বেতবুনিয়াউচ্চবিদ্যালয়

খ. সৃজনী ট্রাষ্ট স্কুল

 

৩১) নিম্মমাধ্যমিকবিদ্যালয়: ২টি

ক) কাশঁখালী নিম্ম মাধ্যমিক বিদ্যাল

খ) শীলছড়ি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়।

 

৩২) প্রাথমিকবিদ্যালয়:

ক. সরকারী-৭টি,

খ.বেসরকারী-১০টি

 

৩৩)  মাদ্রসা: ২টি
ক. বেতবুনিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
খ. বেতবুনিয়া মঈনুল উলূম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদ্রসা।

 

৩৪) ধর্মীয় প্রতিষ্ঠান-

৩৫) মসজিদ: ১৯টি

>>বৌদ্ধমন্দির: ২৯টি

৩৬) হিন্দুমন্দির: ২টিৎ

৩৭) এতিমখানা: ২টি

৩৮)শিশুসদন: ১টি

৩৯)  সেবাশ্রম: ১টি

 

৪০)পাঠাগার: ৪টি

ক. বেতবুনিয়া  ইসলামীগণপাঠাগার
খ. উ: কাইন্দামহাস্থবীরস্মৃতিপাঠাগার
গ. রাঙ্গা পাঠাগার
ঘ. জিনপদ মহাথের লাইব্রেরী

 

৪১) ক্লাব: ৫টি

ক.বেতবুনিয়া ফোরাম

খ.বেতবুনিয়া যুব ক্লাব।

গ. চৌধুরী পাড়া চৌকষ সংঘ।
ঘ. দিষারী ক্লাব, রেজি:
ঙ. শান্তিনিকেতন যুব সংঘ, রেজি:
 

 

৪৩) কম্পউটার প্রশিক্ষন সেন্টার: ২টি
ক. রাঙ্গাকম্পিউটারএকাডেমী
খ. ছায়াফ টোশপ এন্ড গ্রাফিক্স

 

৪৪) বিনোদনকেন্দ্র: ১টি
ক. পাহাড়ীকা সিনেমা হল(বর্তমানে বন্ধ)।

 

৪৫) শুল্কফাঁড়ি.

ক. বেতবুনিয়া শুল্ক ফাঁড়ি

 

৪৬) বনবিভাগ: ২টি
ক. কলমপতি বীট
খ. কাশঁখালী রেঞ্চ

 

৪৭)কৃষি বিভাগ/কৃষিতথ্য:
ক. প্রাণী সম্পদ বিভাগ: ১জন(মানিক কুমার বড়ুয়া)

 

>> উপসহকারী কৃষিকর্মকর্তা-৩জন
ক. শংকরতালুকদার
খ.বিপুতিভূষণদাশ
গ.সিরাজুলমোস্তফাচৌধুরী


 

 

৪৮)গবাদীপশুফার্মেসী: ১টি
ক. বেতবুনিয়া পোল্ট্রি ফিট এন্ড চিকস (UISCআওতাধীন)

 

৪৯) শিল্পকারখানা: ১টি
ক. রেক্স ভিনিয়ার লি:
খ. রাঙ্গামাটি ফ্রুট প্রোডাক্টস

 

৫০)কমিউনিটিক্লিনিক: ১টি
ক. কাশঁখালী কমিউনিটি ক্লিনিক (বেতবুনিয়া)।

 

৫১) পরিবার কল্যাণ ও স্বাস্থ কেন্দ্র:১টি

৫২) বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র: ১টি

৫৩) পোষ্টঅফিস:  ১টি

 

৫৪) ব্যাংক: ১টি-

ক.গ্রামীন ব্যাংক
 

৫৫)এনজিওসংস্থা: ৭টি
ক. ইউনিসেফ
খ. ব্রাক
গ. গ্রামীন
ঘ. আইডিএফ
ঙ. আশা
চ. সিএইচসিপি
জ. সাস

 

অনুপ্রেরণা-

১.জনাব, অংচাপ্রুমারমা, চেয়ারম্যান, কাউখালীউপজেলাপরিষদ, কাউখালী,রাঙ্গামটি।

২.জনাবা, মনোয়ারাবেগম, উপজেলানির্বাহীকর্মকর্তা, কাউখালী, রাঙ্গামাটি।

৩. জনাব, সামশুদ্দোহাচৌধুরী, চেয়ারম্যান, ১নংবেতবুনিয়ামডেলইউনিয়নপরিষদ।

 

তালিকাপ্রস্তুতকারী

-সালাহ উদ্দিন মাহমুদ আরিফ( টাইপ, গ্রাফিক্স, তথ্যসংগ্রহণ,)

 

>>লেখা ফরমেট

১.ইউনিকোড