১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ
১৯৭৮ ইং সালে বৃহত্তর কলমপতি ইউনিয়ন ৪টি ইউনিয়নে বিভক্ত হয়ে কাশঁখালী ও বেতবুনিয়া মৌজার ৯.২৫ বর্গ কি:মি: নিয়ে গঠিত হয় ১নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ। মুসলিম,মারাম, হিন্দু, চাকমা,বড়ুয়া, ত্রিপুরা, সম্প্রদায়ের ৩০৬২ পরিবারের ২২,৩৩,৪ জন জনসংখ্যার বসবাস করে অত্র ইউনিয়নে। ভৌগলিক সীমানা জুড়ে রয়েছে-
উত্তরে-কলমপতি ও ফটিকছড়ি।
দক্ষিনে-রাঙ্গুনীয়া
পূর্বে: রাঙ্গুনীয়া
পশ্চিমে-রাউজান সীমান্তের ভৌগলিক রেখা নিয়ে অত্র ইউনিয়নের ভৌগলিক অবস্থান। উল্লেখ্য যে, বিভিন্ন সাফল্যের মাধ্যমে ২০০৫সালে অত্র ইউনিয়ন মডেল ইউনিয়নের স্বীকৃতি লাভ করে।
তথ্য সংগ্রহে: মাহমুদ আরিফ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস