Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংস্কৃতিক সংগঠন

১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ

সাংস্কৃতিক সংগঠন

        অত্র ইউনিয়নে প্রচুর প্রতিভা রয়েছে কিন্তু ২০০৮ এর পূর্বে কোন সাংস্কৃতিক সংগঠন বেতবুনিয়ায় ছিলনা। ২০০৮ সালের শেষের দিকে বেতবুনিয়ার তুরুনদের নিয়ে প্রথম গঠিত হয় “রাঙ্গা মিউজিক্যাল ব্যান্ড” নামে একটি সংগঠন। পরে উক্ত সংগঠনকে জোড়ালো করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় “রাঙ্গা কম্পিউটার একাডেমী” কিন্তু আর্থিক কারণে তাতেও পিচুটান হয়। বর্তমানে চারটি একষ্টিক গিটার, ৬টি বাশিঁ, একটি একতারা, (স্কুলস্থ) হারমনিয়াম, তবলা, এবং রাঙ্গামাটির একটি ব্যান্ড দল সহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে “রাঙ্গা মিউজিক্যাল ব্যান্ড”। সবায় এখনো ছাত্র বলে সংগঠনটি জোড়ালো হতে দেরী হচ্ছে। যতদুর জেনেছি সরকারী কিছু সহায়তা পেলে সংগঠনটি সাফল্য পাবে বলে বিশ্বাস করেন ব্যান্ড দলটির উদ্যোক্তাগণ। ইতিমধ্যে কম্পিউটার সফট্যার দ্বারা বিভিন্ন গানে মিউজিক এ্যাড করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে স্থানীয়ভাবে। আগামী সাংগ্রাই-2013 সালে “এলো মিথুই” “মিয়ালো হ্লাপা” “বন্ধু ফিরে এসো” “Some Rain"   নামে কয়েকটি গানের মাধ্যমে  এ্যালবাব প্রাকাশের ইচ্ছা পোষন করেছে সংগঠনটি।

তথ্য সংগ্রহেঃ মাহমুদ আরিফ