Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বেতবুনিয়া ইউনিয়নের ইতিহাস

প্রাকৃতি সৌন্দর্যে এক অনন্য ইউনিয়ন “১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ-১৯৭৮ সালে স্থাপিত , ৯.২৫ বর্গ মাইল জুড়ে অত্র ইউনিয়নে বসবাস করে মুসলিম, মারমা, চাকমা, হিন্দু, ত্রিপুরা, বড়ুয়া সহ ২২,৩৩৪ জন বাসিন্দার ৩,০৬২টি পরিবার।

 

     তৎকালীন সময়ে বেতবুনিয়া সৃষ্টি হওয়ার পূর্বে বেতবুনিয়ার বিস্তৃত এলাকাজুড়ে “বেত” এর গাছ ছিল নজরে পরার মত। একটি এলাকায় একজন বিখ্যাত ব্যক্তি থাকলে দেখা যায় ঐ ব্যাক্তির নামে এলাকাটির নাম করণ করা হয়। তদ্রুপ বেতবুনিয়ায় “বেত” গাছ বেশি বেশি ছিল বলে এর নামানুসারে বেতবুনিয়ার সৃষ্টি হয় বলে জানা গেছে। আজ থেকে ২০ বছর পূর্বেও বেতবুনিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যাবস্থা তেমন ভালো ছিলনা। বর্তমান যে সমস্থ রাস্তা সমূহে বড় বড় গাড়ি সহ সব ধরনের ছোট গাড়ি চলাচল করছে বিগত ২০ বছরে এর কোন চিহৃই ছিলনা। বর্তমানের বড় রাস্তাগুলোর খড় ও জঙ্গলে ভরা ছিল। সামান্য ছোট পাহাড়ী সরু  পথ দিয়ে মানুষ যাতায়ত করত। বর্তমানে প্রায় প্রতিদিনই মানুষ নিমিষেই বাড়ী থেকে বাজারে বা প্রফারে আসতে পারে কিন্তু তখনকার সময় মুষ্টিময় মানুষ সপ্তাহে ১-২দিন সদর এলাকায় আসত। জনসংখ্যার দিক থেকেও ছিল খুবই কম। আগামীতে অত্র ইউনিয়নটি একটি আধুনিক ইউনিয়নরূপ পত্যাশায় তথ্য বাতায়ন পোর্টালকে আরও তথ্যবহুল করার নিমিত্বে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। ইউনিয়নের প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত এই বাতায়নের মাধ্যমে মানুষের জীবন যাত্রা সহজ হতে সহজতর করা ও জনগনের দোড় গোড়ায় এতটুকু সেবায় উপকৃত হলে অত্র মডেল ইউনিয়নের উদ্দেশ্য সার্থক  সফল হবে এবং সে সাথে সকলকে এই তথ্য বাতায়নে সুস্বাগতম।