Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদ্য উৎপাদন

১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ

খাদ্য উৎপাদনের অত্র ইউনিয়নের বিভিন্ন খাত সমূহঃ

 

*কৃষিবিভাগ/কৃষিতথ্য:
ক. প্রাণীসম্পদবিভাগ: ১জন(মানিককুমারবড়ুয়া)

খ. উপসহকারীকৃষিকর্মকর্তা-৩জন
১. শংকরতালুকদার
২.বিপুতিভূষণদাশ
৩.সিরাজুলমোস্তফাচৌধুরী


গ. প্রধান অর্থকা রীফসল:

প্রধান অর্থকারী ফসলগুলোর মধ্যে ধান, আদা, হলুদ, কাকরল, শশা, কাঠাল, কলা, কুল, লেবু, জামবুরা, আঁক ছাড়াও বেতবুনিয়া সমতলতার পাশাপাশি পাহাড়ী ডালু উর্বর থাকায় ষ্ট্রবেরী,পাহাড়ী ঝুম, বত্তা, তাল, নারিকেল, পেয়ারা, পেপে, আম, লিচু, বাতাবী লেমু, কমলা, আমলকী, আমড়া, সুপারী, পাহাড়ী পান, ভূট্রা, গম, ইত্যাদি ফসল গুলোর চাষ হয়। রপ্তানীর দিক থেকে বেতবুনিয়া সপ্তাহে দুদিন বেতবুনিয়া চাইঞুরুই বাজার হতে দেশের বিভিন্ন স্থানে লড়ি ভর্তি টন ভিত্তিতে ফসল রপ্তানী হয়।

সূত্র: বাজার কমিটি-২০১১।